রাবিতে ভর্তিযুদ্ধে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৫৬ হাজার।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রাথমিক আবেদনপত্রের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫০০।

তিনি বলেন, হিসেব অনুসারে এর মধ্যে এ ইউনিট ১ লাখ ৩০ হাজার, সি ইউনিট ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং বি ইউনিট ৮৮ হাজার ৩০০। এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ২৬ জানুয়ারি শুরু হয়ে চার ধাপে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh