ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিজয় দিবস কাপের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম

বিজয় দিবস কাপের ফাইনাল জয়ের উল্লাস।

বিজয় দিবস কাপের ফাইনাল জয়ের উল্লাস।

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিজয় দিবস কাপ ২০২৩ আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বানানী কামাল আতাতুর্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টটি দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে ক্রিকেট এবং দ্বিতীয় ভাগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট পুরো টুর্নামেন্ট এ স্বেচ্ছাসেবক সেবা প্রদান করেন। 

ক্রিকেটের প্রথম সেমিফাইনালে MBA Professionals  BBA BARBARIANS কে ৭০ রান এ পরাজয় করেন, দ্বিতীয় সেমিফাইনালে REVERIE ROYALS EEE SPARKS কে ২৬ রান এ পরাজিত করে। ফাইনালে MBA Professionals ১৩১/৩ রান করে REVERIE ROYALS কে ৭ উইকেটে পরাজিত করে। ফলে MBA Professionals ক্রিকেটে বিজয় দিবস কাপের চ্যাম্পিয়ন হয়। আর ম্যান অফ দা ম্যাচ ছিল ইমতিয়াজ বারী মিতুল- MBA Professionals। পর পর ৩ আসরে  MBA Professionals ২ বার জয় লাভ করে।

ফুটবলের প্রথম সেমিফাইনালে ইংলিশ ডিপার্টমেন্ট ৩-০ গোলে স্কলার্স থান্ডার্সকে পরাজিত করে। অন্য সেমিফাইনালে সিএসই ডিপার্টমেন্ট ২-০ গোলে বিবিএ ডিপার্টমেন্টকে পরাজিত করে। ফাইনালে ইংলিশ ডিপার্টমেন্ট ১-০ গোলে সিএসই ডিপার্টমেন্টকে পরাজিত করে। ফলে ইংলিশ ডিপার্টমেন্ট ফুটবলে বিজয় দিবস কাপের চ্যাম্পিয়ন হয় প্রথম বারের মতে। আর ম্যান অফ দা ম্যাচ ছিল শিশির- ইংলিশ ডিপার্টমেন্ট।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অফ স্কলার্সের বোর্ড অফ ট্রাস্টি আব্দুল হাসিব সিদ্দিক, আবু বকর সিদ্দিক, মো. আহসান আরিফ, মো. নাজমুল হুদা, ফয়সাল বিন আলম, এসএম নাহিদুল ইসলাম, ক্যাপ্টেন মোবাশ্বের এ খন্দকার, মো. গোলাম মোস্তফা। অভিষেক রেজা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক, কোচ এবং ম্যাচের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। তার সাথে ২ বিজয় টিম MBA Professionals- ক্রিকেটে অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্ট -ফুটবলে তাদের পুরস্কার গ্রহণ করে। 

এই বিজয় দিবস কাপের মাধ্যমে ইউনিভার্সিটি অফ স্কলার্সের শিক্ষার্থীরা তাদের খেলাধুলার দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh