দুই মামলায় জামিন পেলেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

রমনা ও পল্টন থানার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। বাকি দুই মামলায় অধিকতর জামিন শুনানি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এ দুই মামলায় আমীর খসরুর জামিন মঞ্জুর করে আদালত।

এদিন আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী আসাদুজ্জামান, মহিউদ্দিন চৌধুরী ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এবং রাষ্ট্র পক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার নূরুল মোত্তাকিন ও হাসান রাশেদ পরাগ জামিনের বিরোধিতা করেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রমনা থানার ২ ও পল্টন মডেল থানার ২ মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে আরও চার মামলায় শুনানির জন্য রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করেন আদালত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh