রাজধানীর হাজারীবাগ থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় তানিয়া বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পায় হাজারীবাগ থানা পুলিশ। পরে তারা গিয়ে সেই বাসার দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। হাজারীবাগের ১৭/ এ মিতালী রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। 

নিহত নারীর বাবার নাম তোফাজ্জল হোসেন। তার স্বামীর নাম তৌসিফ আহমেদ। তিনি কুমিল্লায় থাকেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই নিখিলেশ রায় পলাশ। তিনি গণমাধ্যমকে বলেন, তানিয়া বেগমের ছোট ভাই আমাদের খবর দেন। তার বোন যে বাসায় থাকেন সেটির দরজা তারা বন্ধ পাচ্ছেন, খুলছিল না। পরে পুলিশ দিয়ে দরজা ভাঙে। এরপর বাথরুম থেকে তানিয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহটি জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তানিয়া বেগম সেই বাসায় একাই থাকতেন। তৌসিফ ও তানিয়া দম্পতির কোনো সন্তান ছিল না। তানিয়ার বাবার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি কিছুদিন থেকে বাবা মার সাথে থাকছিলেন। তবে কীভাবে এমন মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh