চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। 

গতকাল রবিবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে রাত ৯টা ৩০ মিনিটে বের হন মোশাররফ হোসেন। রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ তিনি। সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে গিয়েছেন।

এদিকে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন জানিয়েছেন, সম্প্রতি ব্রেন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয় খন্দকার মোশাররফ হোসেনের। ফলে কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। আর ব্রেনের বহির্ভাগে এখনো মেনিনজিওমা নামক টিউমার রয়েছে, যা সংকুচিত হয়নি পুরোপরি।

বিএনপির এ নেতাকে সিঙ্গাপুর ন্যাশন্যাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হবে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh