পাওনা টাকা নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম

শৈলকুপা থানা। ফাইল ছবি

শৈলকুপা থানা। ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের মাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানান, মাজদিয়া গ্রামের আজিজুল ইসলাম ১ হাজার ৮০০ টাকা পান একই গ্রামের উসমান আলীর কাছে। আজিজুল সোমবার সকালে উসমান আলীর কাছে পাওনা টাকা চাইলে, তিনি টাকা দেবে বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আবুল হোসেন (৬৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৫৮), আজিজুল ইসলাম (৩৫), ফজলু হোসেন (৩৮) ও শহীদ (২৭) আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী জানান, পাওনা টাকা নিয়ে শৈলকুপার মাজদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh