নেত্রকোণায় মাদককারবারি গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

গ্রেপ্তারকৃত নাজিম উদ্দীন। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

গ্রেপ্তারকৃত নাজিম উদ্দীন। ছবি: নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা শহরের সাতপাই বিএডিসি সড়ক এলাকায় এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানার পুলিশ। 

গতকাল সোমবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান জানান, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায়, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামের (পিপিএম) সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোণা মডেল থানার এস.আই  খন্দকার আল মামুন সঙ্গীয় অফিসারসহ সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অদ্য জেলা শহরের  উত্তর সাতপাই বিএডিসি সড়ক বামপাশে বিএডিসি প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট করাকালীন সময় জেলা শহরের সাতপাই রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা হাশেমের ছেলে গাঁজা কারবারি নাজিম উদ্দীন (৩৩) বাজারের ব্যাগ হাতে নিয়া সন্দেহজনক অবস্থায় দ্রুত গতিতে যাইতে দেখে সন্দেহ হওয়। এসময় তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা। তাৎক্ষণিক সেখানে উপস্থিত লোকজনের সামনে নাজিম উদ্দিনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিন কাগজের ভিতর থেকে ২কেজি ৩০০গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এবিষয়ে নেত্রকোণা মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় ও আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh