সরকার ঘোষিত ৫% প্রণোদনা প্রদানের দাবিতে নেসকো রাজশাহীর কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

নেসকো রাজশাহীর কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: সাম্প্রতিক দেশকাল

নেসকো রাজশাহীর কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: সাম্প্রতিক দেশকাল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগনের কষ্ট লাঘবে সরকার কর্তৃক ঘোষিত সকল প্রতিষ্ঠানের জন্য ৫% সুবিধা বা প্রণোদনার ঘোষণা দেওয়া হলেও, নেসকো পিএলসি এই ঘোষণা বাস্তবায়ন করেনি। এমতাবস্থায়, কর্মকর্তা ও কর্মচারীদের এই সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং ৫% প্রণোদনার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর হেতেম খা, নেসকো প্রধান কার্যালয়ে নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি, প্রভাস কুমার আচার্যের সভাপতিত্বে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নেসকোর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন- সভাপতি প্রভাস কুমার আচার্য, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল ও শহিদুল ইসলাম খান, এনামুল হক অনু, একেএম শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অঞ্জন কুমার মিত্র, আঁখি ইকবাল, শামিম আহমেদ সুমন, আবুল কালাম আজাদ, সুলতান মাহমুদ প্রামাণিক প্রমুখ। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি সার্কেলে ও প্রধান কার্যালয়ে আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে লাগাতার কর্মবিরতি পালিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh