নতুন শিক্ষানীতিকে দেশবিরোধী বলে প্রত্যাখ্যান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম

বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

নতুন শিক্ষানীতি ও কারিকুলাম দেশবিরোধী মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও ধর্মীয় মূল্যবোধবিরোধী নতুন এ শিক্ষানীতি ও কারিকুলাম বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দেশের আবহমানকালের যে ঐতিহ্য ও সংস্কৃতি, তা ভুলিয়ে দেওয়া হবে। কথায় আছে, কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই; বরং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই হবে। সেই কাজটি অত্যন্ত সুচারুভাবে, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ করে যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করা হয়। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়, যাতে নতুন প্রজন্মকে তাঁবেদার বানানো যায়। সর্বজনীন নয়, বরং কোনো একটি দেশের পদ্ধতি অনুকরণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও আবুল খায়ের ভুঁইয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh