পিরোজপুরে তালা ভেঙে প্রধান শিক্ষিকার অফিসে চুরি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

সেতারা স্মৃতি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিনিধি

সেতারা স্মৃতি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে সেতারা স্মৃতি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) রাত ২ টার দিকে ইন্দুরকানী থানা কমপ্লেক্সের সামনে স্কুল আঙ্গিনায় এ ঘটনা ঘটে৷ 

দায়িত্বে থাকা স্কুলের নৈশপ্রহরী আবুল কালাম বলেন, রাত ২টার দিকে দুজন লোক এসেই আমার গলায় চাকু ধরে হাত, পা ও মুখ বেধেঁ মারধর করে মোবাইল নিয়ে যায়। পরে ম্যাডামের (প্রধান শিক্ষিকার) অফিসের তালা ভেঙে তার রুমে প্রবেশ করে। সকালে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা সাবেরা সুলতানা বলেন, আমি সকাল ৭টার দিকে ঘটনা জানতে পেরে দ্রুত স্কুলে আসি এসে দেখি দরজার তালা ভাঙা। অফিসের মালামাল গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা৷ চুরির বিষয়ে ইন্দুরকানী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কি কি চুরি গেছে তা শনাক্ত করতে পারিনি, অনেক মূল্যবান ডকুমেন্ট ছিল। ভালোভাবে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

এ বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh