ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এই মামলাটি করেছিল দুদক। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। এরপর তা আদালতে দাখিল করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh