শেরপুরে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ২ বখাটে আটক

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম

মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: শেরপুর প্রতিনিধি

মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে বখাটেরা। পরে এ ঘটনায় সাথে জড়িত দুই বখাটেকে আটক করেছে থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- বয়রা পরানপুর গ্রামের মজিবরের ছেলে ইব্রাহিম ও হাফিজ উদ্দিনের ছেলে আকাশ মিয়া। কালু মিয়ার ছেলে মোতালেব নামে আরেক বখাটে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আহত তিন শিক্ষার্থীকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষের বেঞ্চে স্থানীয় কয়েকজন বখাটে বিলাই চিমটি বা বানর হোলা ছিটিয়ে রাখে। পরে ওই বেঞ্চে শিক্ষার্থীরা বসলে হাত পা চুলকাতে থাকে। চুলকানির এক পর্যায়ে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি সদর থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজু নামে স্থানীয় এক সাংবাদিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এছাড়া আটককৃত বখাটেদের বিষয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বখাটেদের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh