বোরকা পড়ে জাল দলিল তৈরির চেষ্টা, নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

জেলা রেজিস্ট্রার এর কার্যালয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

জেলা রেজিস্ট্রার এর কার্যালয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

সাব রেজিস্ট্রি অফিস লালমনিরহাটে পরিচয় গোপন রেখে বোরকা পড়ে জাল দলিল সম্পাদনের চেষ্টা করায় স্মৃতি বেগম নামে এক নারীকে আটক করে জেলা সাব রেজিস্ট্রার। পরে ওই রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা আটক ওই নারীকে জোর করে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ আছে। 

গতকাল রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট বত্রিশ হাজারি এলাকায় জেলা সাব রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নারীর বাড়ি সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের রাম জিবন নামক গ্রামে। 

সাব রেজিস্ট্রি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাট সাব রেজিস্ট্রি অফিসের কর্মরত দলিল লেখক আব্দুস সবুর গোপনে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রাম জিবন মৌজাস্থ অন্যের ভোগ দখলীয় জমির একটি ভুয়া দলিল প্রস্তুত করেন। ওই দলিলে অভিযুক্ত স্মৃতির নাম পরিবর্তন করে লেখা হয় শাহিদা বেগম। রবিবার বিকেলে কৌশলে ওই নারীকে বোরকা পড়িয়ে বিক্রেতা সাজিয়ে ভুয়া ওই দলিল সম্পাদন করার সময় হাতে নাতে আটক করেন জেলা সাব রেজিস্ট্রার আহসান হাবিব। এর কয়েক মিনিটের মধ্যেই আবু বকর সিদ্দিক সমিতির অন্যান্য সদস্যদের নিয়ে এসে আটক নারীকে সাব রেজিস্ট্রারের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে অফিসের গেট পাড় করে দেন। 

এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান বলেন, দলিলটির ব্যাপারে ওই নারী অভিযুক্ত নয়, তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মূল অভিযুক্ত হলেন দলিল লেখক। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে কি ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি। 

তবে এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন।

এ ব্যাপারে জেলা সাব রেজিস্ট্রার আহসান হাবিব বলেন, প্রস্তুত করা দলিল এনে জমা দিলে তাতে অসঙ্গতি মনে হয়। পরে দলিলসহ জমি বিক্রেতা বোরকা পরিহিত ওই নারীকে আটক করে জিজ্ঞাসা করলে দলিলটি জাল প্রমাণিত হয়। কোন পুলিশ না থাকায় আমরা অভিযুক্ত নারীকে আটক করে রাখতে পারিনি বলেও তিনি জানান।

এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক অভিযুক্ত দলিল লেখকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh