অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে জরিমানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে জরিমানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

দিনাজপুরের বোচাগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা বোচাগঞ্জ উপজেলার টাঙন নদীর থেকে ট্রাকটারে করে বালু নিয়ে যাওয়ার সময় এই জরিমানা করেন।

জরিমানা প্রদানকারী বালু ব্যবসায়ী কামরুজ্জামান বিরল উপজেলার ওকড়া শহর গ্রামের শুকু মিয়ার ছেলে। তিনি তাৎক্ষনিক ভাবে জরিমানা প্রদান করে সাজা থেকে রেহাই পান।

জানা যায়, দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের রাণীঘাটে টাঙন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বালু ব্যবসায়ীরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা রাণীঘাটে টাঙন নদীতে অভিযান চালান। এসময় একটি ট্রাকটারসহ বালু ব্যবসায়ী কামরুজ্জামানকে আটক করেন। পরে তাকে বালুমহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা থেকে বাঁচতে বালু ব্যবসায়ী কামারুজ্জামান ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং আর বালু অবৈধ ভাবে উত্তোলন করবে না মর্মে অঙ্গীকার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh