কাঞ্চননগর স্কুল এণ্ড কলেজের ৫০ বর্ষপূর্তি উৎযাপনে প্রস্তুতি সভা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন আব্দুল লতিফ জাহেদী প্রোজ্জ্বল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন আব্দুল লতিফ জাহেদী প্রোজ্জ্বল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী কাঞ্চননগর স্কুল এণ্ড কলেজের ৫০ বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় স্কুলের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (সাবেক) বি সি বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক প্রদীপ কুমার, স্কুলের ছাত্র এবং এক্স কাঞ্চননগর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জাহেদী প্রোজ্জ্বল, আশফাক মাহমুদ জন, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেল, শাহিনুর রহমান লিটন প্রমুখ। স্কুলের প্রতিষ্ঠালগ্ন ১৯৮৬ সালের ব্যাজ থেকে ২০২৩ সালের ব্যাজ পর্যন্ত উপস্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


আগামী ১৩ এপ্রিল ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান সফল করার জন্য স্কুলের সকল শিক্ষার্থী তাদের ব্যাজ প্রধানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। সেই সাথে এ অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh