জামালপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণা, আটক ২

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটককৃতরা। ছবি: জামালপুর প্রতিনিধি

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটককৃতরা। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরে প্রাথমিকে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুইজনকে আটক করেছে ডিবি।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার শেখেরভিটা এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮) ও একই উপজেলার পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ইসলামপুর উপজেলার কান্দারচর ফকিরবাড়ি এলাকার মো. ছাবেদ আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিনার (৩৬)।

জামালপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. শাহনেওয়াজ জানান, শুক্রবার সকালে সারাদেশের মতো জামালপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একদল প্রতারক চক্র আগের দিন বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শেখেরভিটা মির্জা আজম চত্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় সহকারী শিক্ষকসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh