সুনামগঞ্জে দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

দিরাই থানা। ছবি: প্রতিনিধি

দিরাই থানা। ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে আনোয়ার মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারল ইউনিয়নের উজানধল গ্রামে ঘটনাটি ঘটেছে।

এঘটনায় পুলিশ দু’পক্ষের ৫ জনকে আটক করেছে। নিহত আনোয়ার উজানধল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আনোয়ার মিয়া ও একেই গ্রামের সুফি মিয়া সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আনোয়ার মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনার ৫ জনকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh