শেরপুরে ভুয়া নারী চিকিৎসকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

শেরপুরের নকলায় শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা করায় জরিমানা। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা করায় জরিমানা। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা করার সময় শিখা রানী দেবী (৩৭) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। 

জানা যায়, শেরপুর জেলার নকলা উপজেলার পৌরশহরের হলপট্রি এলাকায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া দি প্যারেন্টস মেডিকেল হলে দীর্ঘদিন যাবত চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করে আসছিলেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসির নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা সেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসির নিবন্ধিত থাকতে হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে শিখা রানী দেবী বিএমডিসির কোনো নিবন্ধন দেখাতে পারেননি। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসির নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগীদের ডাক্তার সম্বলিত সিল ব্যবহার করে ব্যবস্থাপত্র দিচ্ছেন। এজন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh