আজ বদরুল আহসানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ এএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

লেখক ও কলামিস্ট  মোহাম্মদ বদরুল আহসান। ছবি: সংগৃহীত

লেখক ও কলামিস্ট মোহাম্মদ বদরুল আহসান। ছবি: সংগৃহীত

বহু বছর ধরে দ্য ডেইলি স্টারের সাপ্তাহিক কলামিস্ট এবং বর্তমানে বন্ধ হয়ে যাওয়া, রেডিয়েন্ট পাবলিকেশন্সের সাপ্তাহিক ম্যাগাজিন ফার্স্ট নিউজের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ বদরুল আহসানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি কর্মজীবনে একজন ব্যাংকার ছিলেন। এসময় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দীর্ঘসময় তার পেশাগত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির হয়ে ঢাকা ও দুবাই অফিসের দায়িত্ব পালনও করেছেন। 

ব্যাংকিং পেশার বাইরে একজন প্রথিতযশা লেখক হিসেবেও তার সুনাম ছিল। পরে ২০১০ সালে দেশের প্রথম ও একমাত্র ম্যাগাজিন হিসেবে ‘’ফার্স্ট নিউজ’’ প্রকাশনার জন্য ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে গণমাধ্যমের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। 

দ্য ডেইলি স্টারের "ক্রস টক" এর অনবদ্য সাপ্তাহিক লেখক বদরুল আহসান ২০০০ সালে তার কলাম লেখা শুরু করেন।

কলাম লেখার পাশাপাশি তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। এসবের মধ্যে মওলা ব্রাদার্স প্রকাশিত ‘গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনুস’ ও ‘ইনসার্চ অব ন্যাশন’ বইগুলো অন্যতম। 

একইসঙ্গে তার রচিত ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশিত "এ গুড ম্যান ইন দ্য উডস এবং অন্যান্য প্রবন্ধ", "ক্রসটক রচনা সমগ্র" এবং "দ্য প্যারালাক্স ভিউ" পাঠকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh