অবশেষে মুক্তি পেয়ে ভারতে গেলেন গোবিন্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

গোবিন্দ উড়িয়া। ছবি: সংগৃহীত

গোবিন্দ উড়িয়া। ছবি: সংগৃহীত

সাজার মেয়াদ শেষের পরও ২ বছর মৌলভীবাজার কারাগারে থাকা গোবিন্দ উড়িয়াকে অবশেষে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠালো বাংলাদেশ। 

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুপুরে বিএসএফের হাতে ফেরদ দেয়া হয় তাকে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর গত ১৫ জানুয়ারি তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়। 

লিগ্যাল নোটিশে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় লিগ্যাল নোটিশে। এরপরই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh