প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে “Exploring Graduate Business Programs and Careers in Canada” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার। 

সেমিনারের শুরুতেই ড. খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন। 

পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশিপ, পার্টটাইম চাকুরী সুবিধা সমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন। ড. খোখার কানাডার কর্পোরেট সেক্টরে চাকুরি সুবিধা ও ওয়ার্কপারমিটের বিভিন্ন দিন সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন।

সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, উক্ত অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেমিনারে শিক্ষার্থীরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে কিভাবে কানাডাতে পড়ালেখা ও চাকুরির জন্য প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।-বিজ্ঞপ্তি 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh