কোচ মাতৃভাষার শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা বিষয়ক মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

কোচ মাতৃভাষা বিষয়ক মতবিনিময় সভা। ছবি: শেরপুর প্রতিনিধি

কোচ মাতৃভাষা বিষয়ক মতবিনিময় সভা। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে ‘কোচ মাতৃভাষায় শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সোনে রাংটিয়া কোচপাড়া স্কুল মাঠে দুর্জয় কোচের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোচ নেতা হিটলার কোচ।

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) আয়োজিত সভায় বক্তব্য রাখেন- নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মন, আব্দুল হান্নান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, তাপস বিশ্বাস, কবি ও সাংবাদিক রফিক মজিদ প্রমুখ। 

এসময় গ্রামের কোচ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার শিশু ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কোচ ভাষাকে টিকিয়ে রাখতে হলে সবার আগে ঘর থেকে শুরু করতে হবে। অর্থাৎ কোচ মায়েদের পারিবারিকভাবে তাদের এই ভাষাকে ছেলেমেয়েদের সাথে বেশি বেশি ব্যবহার করতে হবে। তারপর আদিবাসী নেতৃবৃন্দ এবং সরকারের সহযোগিতা নিয়ে এ ভাষার বর্ণমালা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh