জরুরি বৈঠক ডেকেছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছেন সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এই প্রথম প্রেসিডিয়ামের বৈঠক ডাকলেন তিনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারম্যানের বাসভবনে প্রেসিডিয়ামের এই সভা অনুষ্ঠিত হবে। এতে সাবেক ও বর্তমান- প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য এবং পার্টির শীর্ষ নেতাদেরকে বৈঠকে ডেকেছেন রওশন এরশাদ।

বার্তায় আরো বলা হয়, সভায় জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনে করণীয় ও প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা করা হবে। বৈঠক শেষে দশম জাতীয় কাউন্সিল ও পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন রওশন এরশাদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh