কিশোরগঞ্জে ময়দার মিলে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জ সদরের বত্রিশ আমলিতলায় একটি ময়দার মিলে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের ৩২ আমলীতলা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় আবু তাহের মিয়ার ময়দার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন সংবাদ পেয়ে  কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আমলীতলা নাম এলাকায় সেই ময়দার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩- ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। 

এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় ময়দার মিলের ভেতর থেকে ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেও নিশ্চিত করেছেন আবুজর গিফারী।

এছাড়াও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ময়দার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh