মাভাবিপ্রবিতে ‘বাঁধন’ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

‘বাঁধন’ সগঠনের বার্ষিক সাধারণ সভা। ছবি: মাভাবিপ্রবি প্রতিনিধি

‘বাঁধন’ সগঠনের বার্ষিক সাধারণ সভা। ছবি: মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে  এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাঁধনের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাঁধন সংঘটনের মাভাবিপ্রবি ইউনিটের বিদায়ী সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় মাভাবিপ্রবির বাঁধন ইউনিটের শিক্ষক উপদেষ্টামন্ডলী উপস্থিত ছিলেন। 

২০২৪ সালের মাভাবিপ্রবি ইউনিটের ভারপ্রাপ্ত কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (সাকিব) এবং সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজিই বিভাগের শিক্ষার্থী হাবিবা ইসলাম সেতু দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে তাপস কুমার রায়, সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম, মরিয়ম আক্তার সায়মা, সহ-সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক উমামা আশরাফ ভাবনা, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা তন্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামাল মিয়া, দপ্তর সম্পাদক রাহুল চন্দ্র, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুমা কানিজ ইতু, নির্বাহী সদস্য পপি রানী মাহাতো, মহিম খান, মো. সজিব আল মামুন, সাদিয়া সুলতানা তমা দায়িত্ব গ্রহণ করেন। 

এসময় অনুষ্ঠানে বাঁধনের মাভাবিপ্রবি ইউনিটের বিদায়ী সভাপতি উমর ফারুকের বিগত এক বছরের সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানায়, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বাঁধন অপরিচিত মানুষদের মাঝে আত্মার বন্ধন সৃষ্টি করছে ৷ বাঁধনের প্রতিটি কার্যক্রমই আমাদের অনুপ্রাণিত করে৷ সেবা ও ঐক্যের চেতনাকে ধারণ করে আজ বাঁধনের সাথে যুক্ত হলাম।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি যেমন নাচ, গান উপস্থাপন করা হয়। 

উল্লেখ্য, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে৷ প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশের ছাত্র ও যুবকদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধসহ নানা সেবামূলক কাজ পরিচালনা করছে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh