ফেব্রুয়ারিতে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম

বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টানা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ রয়েছে সরকারি চাকুরের জন্য। তবে এ চারদিনের মাঝে একদিন ছুটি ব্যবস্থা করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি রবিবারের ছুটি কোনোভাবে ব্যবস্থা করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অথবা ২২ ফেব্রুয়ারির ছুটি ম্যানেজ করলেও একই সুযোগ মিলবে।

ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকুরে ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

অথবা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার, শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রবিবার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’করতে পারলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবারের শবে বরাতের ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh