‘পাকিস্তানে সাড়া জাগানো ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পাকিস্তানে সাড়া জাগানো ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির’ (আরএফইডি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না মন্দ হয়েছে তা নিয়ে মন্তব্য করবো না। নির্বাচন আরও স্বচ্ছ করতে সংস্কার প্রয়োজন। স্থানীয়ভাবে যারা জনপ্রিয়, তাদের উচিত স্থানীয় নির্বাচনে অংশ নেয়া। স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে।

সিইসি আরও বলেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh