মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে মতিঝিল-উত্তরামুখী চলাচল সাময়িক বন্ধ রয়েছে। 

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘোষণা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েছেন চরম বিপদে।

যাত্রীরা বলছেন, এমন অপ্রীতিকর ভোগান্তি রোধে প্রয়োজন মেট্রোরেল লাইনের আশপাশের ভবন থেকে ঘুড়ি উড়ানো বন্ধ করা। এছাড়া এ বিষয়ে কড়াকড়ি আইন করাও এখন জরুরি।

উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh