লালমনিরহাটে বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা। ছবি: সাম্প্রতিক দেশকাল

লালমনিরহাটে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার এবং হিন্দু বিবাহ নিবন্ধকদের অংশগ্রহণে বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৮ ফেব্রয়ারি) বিকেলে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির আয়োজনে বাল্য বিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির সভাপতি হাফেজ কাজী আমজাদ হোসাইন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মতিয়ার রহমান এমপি। 

তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যধি, ইহা প্রতিরোধে বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সচেতন থাকতে হবে। 

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ, জেলা নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতির আইন উপদেষ্টা ময়জুল ইসলাম ময়েজ, উপদেষ্টা কাজী আব্দুস সালাম ও জেলা সদর সাব-রেজিস্ট্রার আহসানুল হাবিব প্রমুখ।

এসময় নিকাহ রেজিস্ট্রার কাজী কল্যাণ সমিতি লালমনিরহাটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh