বিয়ে করতে এসে ধরা স্কুলপড়ুয়া ২ সমকামী মেয়ে

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পিএম

সাত মাস আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। ছবি- সাম্প্রতিক দেশকাল

সাত মাস আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। ছবি- সাম্প্রতিক দেশকাল

নাটোরে স্কুলপড়ুয়া দুই সমকামী মেয়েকে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার একডালা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

হেফাজতে নেওয়া একজনের বাড়ি নাটোর সদর উপজেলায় এবং অপরজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানায়।

এদের মধ্যে একজন জানান, সাত মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে সমকামিতার সিদ্ধান্ত নেয় তারা। এক পর্যায়ে বিয়েরও সিদ্ধান্ত নেয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই মেয়ের পরিবারের অভিভাবকদের হাতে দেয়ার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh