পিকে হালদারের দুই সহযোগীর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগীর জামিন স্থগিত করা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন। তারা হলেন সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আগামী রবিবার পর্যন্ত জামিন স্থগিত করা হয়েছে। আর আমাদের বলেছে হাইকোর্টের আদেশ দেখাতে।

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh