ঝিনাইদহ জেলা কারাগারে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম

ঝিনাইদহ জেলা কারাগার। ফাইল ছবি

ঝিনাইদহ জেলা কারাগার। ফাইল ছবি

ঝিনাইদহ জেলা কারাগারে নারী শিশু মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তার। তিনি ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে মিলন লস্কর (৩০)।

খবর নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার। তিনি জানান, কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জেলার আরো জানান, নারী শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh