শেরপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের আর্তনাদ। ছবি: শেরপুর প্রতিনিধি

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের আর্তনাদ। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে ৪টি গরু মারা যায়।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দুইটি বসতঘরসহ একটি গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের পয়স্তিচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আমানুল্লাহর (মন্টু) স্ত্রী সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম এবং হাবিবুর রহমানের ছেলে শরিফ মিয়া (৭)।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাত ৩টা দিকে পয়স্তিচর গ্রামে আমানুল্লাহ (মন্টু) গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চতুরদিকে ছড়িয়ে পড়লে ফিরোজা বেগম গোয়ালঘরে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। অন্যদিকে শিশু শরিফ মিয়া ঘরে ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে আহত ফিরোজা বেগমকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh