বেইলি রোডে আগুন: মৃত বেড়ে ৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:৩৬ এএম | আপডেট: ০১ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম

দুর্ঘটনা-কবলিত ভবন। ছবি: সংগৃহীত

দুর্ঘটনা-কবলিত ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

আজ শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এদিকে,  শুক্রবার ভোর ৫টা ৪১ মিনিটে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh