রমজানের আগেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:২৯ পিএম

প্রতিটি পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। ছবি: সংগৃহীত

প্রতিটি পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অন্যান্য দেশে সব কিছুর দাম তুলনামূলক কমিয়ে দেয়া হলেও আমাদের দেশে দেখা দেয় ভিন্ন চিত্র। দাম কমার বদলে উল্টো বেড়ে যায় সব কিছুর দাম। এরই ধারাবাহিকতায় রমজান আসার আগেই বেড়েছে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

আজ শুক্রবার (১ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। কাঁচাবাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাক। শসা প্রতি কেজি ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঁঙে প্রতি কেজি ৬০ টাকায়, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৬০ টাকায়, আর প্রতি মুঠা হিসেবে নিলে প্রতি মুঠা ২০ টাকায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকায়।

গরুর মাংস কিছু দিন কম দামে বিক্রি হলেও সেটি বেড়ে আবার ৭৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। গরুর মাংসের পাশাপাশি ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, সোনালি মুরগি ও কক মুরগিরও দাম বেড়ে প্রতি কেজি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি যাচ্ছে। চাষের পাঙাশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়, তেলাপিয়া প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকায়, চাষের শিং মাছ প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায়, রুই প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকায়, চাষের কই প্রতি কেজি ৩০০ টাকায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh