৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামের হিমাগারের আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম

চট্টগ্রামের নির্মানাধীন হিমাগারে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নির্মানাধীন হিমাগারে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া সৈয়দশাহ রোড এলাকায় একটি নির্মানাধীন হিমাহারে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া সৈয়দশাহ রোড এলাকায় তাজা মাল্টাপারপাস কোল্ড স্টোরেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কোল্ড স্টোরেজটি নির্মাণাধীন অবস্থায় থাকায় সেখানে প্রচুর পরিমাণে কাঠ ও ককশিট ছিলো, যার ফলে দ্রুত আগুন ধরে যায়, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh