আশুগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৫:৫২ পিএম

বাজারধর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাজারধর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারধর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (১ মার্চ) বেলা ১১ টায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় আশুগঞ্জ বাজারের চক বাজার, মাছ বাজার, মাংসের বাজার, সবজি বাজার পরিদর্শন করা হয়।

এসময় বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক প্রত্যেক দোকানীকে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও গুণগত পণ্য বিক্রয় করার নির্দেশ দেন। পুরো রমজান মাস জুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানান।

এসময় মেসার্স মকবুল স্টোরে মূল্য তালিকা না থাকায় দোকানীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাজার মনিটরিংয়ে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, এসআই জসীম উদ্দিন প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh