বাউল গান কেন জনপ্রিয়

শেখ লুৎফর

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১২:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রথমেই বলে নেই: জীবন-মরণ, দেহ-মন, ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তার এমন সুন্দর ও সহজ বন্ধন আর কোনো সঙ্গীতে পাওয়া যায় না। বাউল গানের সুর, কথা ও বাদ্যযন্ত্র অন্যান্য গান থেকে আলাদা। কাঠ ও বাঁশ দিয়ে বানানো বাদ্য যন্ত্রগুলোর অধিকাংশই বাউলরা নিজেরাই বানাতে পারেন। তাই বাউলের হাতের যন্ত্র তার আত্মার কথা বলতে চায়। তথাকথিত শিক্ষিত শ্রেণি থেকে বিচ্ছিন্ন মানুষেরা তাদের গানের মধ্যে এক আচানক মনোজগতের বিস্তার ঘটান। বাউল গানের গীতিকারদের উনিশ আনাই যেহেতু প্রান্তিকবাসী ও পিছিয়ে পড়া মানুষ। তারা প্রায় অক্ষর জ্ঞানহীন স্বশিক্ষিত। তাই গানের শব্দ, উপমাগুলোর অধিকাংশই তাদেরকে নিতে হয় চারপাশের মাটি-পানি, গন্ধ-বাতাস এবং নিজের দেহ-ধর্ম ও হৃদয় থেকে। এভাবে বাউল গানের গভীর ভাব, সহজ ভাষা ও সুর সাধারণ মানুষের মনের কথা হয়ে ওঠে। 

বাউল গান কেন এত জনপ্রিয়? শিরোনামের এই প্রশ্নের সঙ্গে আরেকটি জিজ্ঞাসা আছে, কেন ভাত-মাছ বাঙালির প্রিয় এবং প্রধান খাদ্য? যেহেতু হাত বাড়ালেই সহজ পাচ্য ও পুষ্টিমান এই দুটি বিশেষ খাদ্য পাওয়া যায় তাই। আর গ্রামের ঘর থেকে বেরিয়ে দম টানলে যাদের নাকে লাগে জল-মাটি-মানুষের ঘামের গন্ধ, চোখ মেললেই যারা দেখতে পায় খাল-বিল, নদী-হাওর আর সবুজের নীরব বিস্তার...বাংলার পনেরো আনা মানুষ তো জন্মের পর থেকেই এসব দেখে। নদী কিংবা হাওর-বিলপাড়ে দাঁড়িয়ে যারা কান পাতলেই শুনতে পায় বাতাসের গান; জল-মাটি, কচু-কলমিলতার সতেজ গন্ধে তারা তো ভাবের কারবারে মন-মগজ খাটাবেই। তাই বাঙালিরা ভাবুক। বাউল মকদ্দস আলম উদাসী (১৩৫৪-১৪৩০, সুনামগঞ্জ) বলে গেছেন, ভাব থেকে বাউল। সেই প্রজ্ঞা ও সাহস থেকেই শাহ আব্দুল করিম (১৯১৬-২০০৯) বলতে পারেন, একদিন পৃথিবীর সব মানুষ বাউল হবে।

যতই তুচ্ছ কিংবা মহীরুহের প্রাণ হোক, জীবনের সমস্ত চাওয়া-পাওয়া ও জিজ্ঞাসা এক সময় থেমে যায়। এই সত্য বুঝতে আনুষ্ঠানিক শিক্ষা লাগে না। তাই খাল-বিল, নদী-হাওরপাড়ের কলকলানি, ঢেউয়ের গান, বাতাসের শনশনানি-সুরের সাথে খেটে খাওয়া কালো কালো মানুষের গানের গুনগুনানি মগজ নয় আত্মা থেকেই আসে। হিন্দু-মুসলিম, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত কম-বেশি সবার হৃদয়কে একটু না একটু নাড়া দেয়। তাই বাউল গান সাধারণ মানুষের হৃদয়ের এত কাছাকাছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh