মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

বলাৎকারে অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক। ছবি: বান্দরবান প্রতিনিধি

বলাৎকারে অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক। ছবি: বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরে এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান সদর থানা ওসি আব্দুল জলিল জানান, এক ছাত্রকে বলাৎকারে অভিযোগে বান্দরবান শহরে ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার টেকপাড়ায়।

ভিকটিম ছাত্র ইসলামী শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের আবাসিক ছাত্র।

আজ রবিবার (৩ মার্চ) সকালে ভিকটিমের মামা মো. আবুল খায়ের মুন্সি সাংবাদিকদের জানান, তার দুলাভাই তাকে সকালে ফোন করে মাদ্রাসায় আসতে বলেন একটা সমস্যার কথা বলে। সেখানে গিয়ে জানতে পারি, গতকাল রাত এগারোটার সময় আমার ভাগ্নেকে জোরপূর্বক বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ারকে সকালে আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, ভাগ্নে বলল, তার আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। ভয়ে সে এতদিন কাউকে জানায় নি। শনিবার রাতে একই ঘটনা ঘটলে আমার ভাগ্নে সকালে তার সহপাঠীদের জানান। পরে পরিবারের কাছে খবর দেওয়া হলে পুলিশ নিয়ে গিয়ে রবিবার সকালে ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বান্দরবান সদর থানা ওসি আব্দুল জলিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh