গুলশানে ভবন থেকে পড়ে স্পেনের কূটনীতিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

গুলশান থানা। ছবি- সংগৃহীত

গুলশান থানা। ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রবিবার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পু‌লিশ জানায়, ওই ভবন‌টি‌তে গত ছয় সাত মাস ধ‌রে তি‌নি ভাড়া ছি‌লেন। কিন্তু গত চার-পাঁচ দিন ধ‌রে তি‌নি অস্বাভা‌বিক আচরণ ক‌রে আস‌ছি‌লেন। রাস্তার মানুষকে মারধর ও ফোন ছি‌নি‌য়ে নেওয়ার ম‌তোও ঘটনা ঘ‌টি‌য়ে‌ছেন তি‌নি।

ওই ভবনের কেয়ার‌টেকার জানান, এই সব ঘটনায় শ‌নিবার তা‌কে গুলশান থানা পু‌লিশ নি‌য়ে যায় এবং ছে‌ড়ে দেয়। প‌রে রবিবার দুপু‌রের দি‌কে ছাদের তালা ভে‌ঙে সেখা‌ন থে‌কে লাফ দেন তি‌নি, প‌রে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh