সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১০:৫৬ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১১:০৫ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। 

আজ সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

মহাসচিব মির্জা ফখরুলের একান্ত সহকারি ইউনুস আলী তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ১৮ তারিখ স্যার দেশে ফিরবেন।

এর আগে প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল।

উল্লেখ্য, গতকাল রবিবার (৩ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন সিঙ্গাপুরে গিয়েছেন। হৃদরোগের চিকিৎসার জন্য তাকেও নিয়মিত সিঙ্গাপুরে যেতে হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh