চরমোনাই মাহফিলে এসে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

বরিশাল জেলার মানচিত্র। ফাইল ছবি

বরিশাল জেলার মানচিত্র। ফাইল ছবি

চরমোনাই মাহফিলে এসে নিখোঁজের তিনদিন পর কীর্তনখোলা নদী থেকে তানভী আহমেদ তানভীর নামে এক যুবকের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) সকালে সদর উপজেলার চরআবদানি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তানভীর ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা। বরিশালে চরমোনাই মাহফিলে এসে এমভি আচল লঞ্চের ২০২ নম্বর কেবিনে থাকতেন তানভীর। গত ১ মার্চ বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় গত ২ মার্চ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতয়ালী, কাউনিয়া, নৌ থানা পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা তানভীরের মরদেহ উদ্ধার করে।

বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি লাশ গ্রহণের জন্য নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh