টেকনাফে আইসসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৬:৩৪ পিএম

নাফ নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধারকৃত আইসসহ আটককৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

নাফ নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধারকৃত আইসসহ আটককৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টল মেথ আইসসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে একটি নৌকা।

আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।

বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানসহ তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটক তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh