এক ঘণ্টারও বেশি সময় পর ফিরলো ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:৫৬ পিএম

ফেসবুক। ফাইল ছবি

ফেসবুক। ফাইল ছবি

বিভ্রাট কাটিয়ে এক ঘণ্টারও বেশি সময় পর ফিরলো মেটার জনপ্রিয় ৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় এ তিন মাধ্যমে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।

বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছিলেন।

পরে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh