ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০১:২৭ পিএম

ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এরসাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ঝিনাইদহের শৈলকুপায় রয়েড়া গ্রামের ভিকটিম (৫) বাড়িতে খেলা করছিলেন। তখন আসামি তরিকুল জোয়ার্দার আসামির ভাইয়ের বাড়িতে এসে দেখে বড়িতে কেউ নেই সেই সুযোগে আসামি তার ভাইয়ের মেয়েকে তাদের বসত বাড়ির উত্তর কক্ষে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিমের আত্মচিৎকারে তার ভাইয়ের বউ বাড়ির মধ্যে প্রবেশ করেন। সে সময় টের পেয়ে আসামি মো. তরিকুল জোয়ার্দার ভিকটিমকে ছেড়ে দৌড়ে পালিয়ে যান। এরপর ভিকটিমের মা তার মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে উপস্থিত সাক্ষী জহুরুল, ঠান্ডু, সাইফুল ও রেহেনা খাতুনকে সব খুলে বলেন। এরপর ভিকটিমের শারীরিক অবস্থা আশংকাজনক হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh