শেরপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা। ছবি: শেরপুর প্রতিনিধি

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে আগামী ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার চিত্রাংকনে ৩টি, আবৃত্তিতে ৩টি এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ২টিসহ মোট ৩টি বিভাগের ৭টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসব প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার জিএমএ মনির, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম ও সাইফুল ইসলাম শাহিন।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh