লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল কাঠুরিয়ার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৬:২৮ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের পুইট্রাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ছৈয়দ আলম ওই ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে। 

এ বিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান- নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া, বন থেকে লাকড়ি সংগ্রহ করে সেই কাঠ বাজারজাত করে সংসার চলতো তার। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্য হাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। 

খবর পাওয়া মাত্রই আমার বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, এই ধরনের একটি ঘটনার খবর বিট অফিসারের মাধ্যমে আমি শুনেছি। ওই স্থানে থানা থেকে লোক পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh