চাপাবাজিতে সেরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম

তিন বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি

তিন বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রতীকী ছবি

তিন বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তিনজনই চাপাবাজিতে সেরা। তারা যখন নিজের বাবাকে নিয়ে চাপাবাজি করে-

প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।

দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বিদ। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।

তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বিদ। অফিস ছুটি হতো ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh