জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৩:৫৩ পিএম

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: জামালপুর প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মর্জিনা বেগম নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জামালপুর-সরিষাবাড়ি আঞ্চলিক মহাসড়কের কেন্দুয়া কালীবাড়ির জোকারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম মেষ্টা ইউনিয়নের কালি দহের পাড়া গ্রামের মো. জরুনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আঞ্চলিক সড়ক দিয়ে অটোরিকশাযোগে কেন্দুয়া কালীবাড়ি এলাকার মেষ্টা থেকে জামালপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটিতে থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মর্জিনা বেগমের। এ ঘটনায় আহত হন তার ছেলে মারুফ ও অটোরিকশা চালক আকাশ। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh