দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

গাবতলীতে অবরোধ, দীর্ঘ যানজট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১১:২৮ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

গাবতলীতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গাবতলীতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে গাবতলীর সিটি কলোনির সামনে আয়েশা আক্তার (৫০) গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে, অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে আসাদ গেট পর্যন্ত।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আছে।  বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh